মাঝ মাঠে কয়েক শো ফুট লম্বা ঘূর্নি : প্রকৃতির খেয়ালে হতভম্ব এলাকাবাসী

24th August 2020 10:59 pm বাঁকুড়া
মাঝ মাঠে কয়েক শো ফুট লম্বা ঘূর্নি : প্রকৃতির খেয়ালে হতভম্ব এলাকাবাসী


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  ভয়ঙ্কর টর্নেডো ঝড় হয়ে গেল পাত্রসায়ের থানার জামকুড়ি গ্রাম পঞ্চায়েতের তালসাগ্রা গ্রামে ধান জমির ওপর ‌।  ভয়ঙ্কর টর্নেডো ঝড়ের এই বিরল দৃশ্য এর সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার পাত্রসায়ের বাসী ।  কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এই ঝড় টি । তবে এই ধরনের ঝড় দেখতে পেয়ে এলাকার মানুষ হতভম্ব এবং আতঙ্কিত । স্থানীয় সূত্রে যেটা জানতে পারা যায় এ দিন বিকেল নাগাদ হঠাৎই একটি বিকট আওয়াজ শুনতে পাওয়া যায় পাশের ফাঁঁকা ধান জমি থেকে ‌। এর পরেই দেখা যায় ধান জমির জল কুয়াশার আকার ধারণ করে সরু হাতির শুঁঁড়ের আকারে আকাশের দিকে উঠতে থাকে । ধান জমির ওপর দিয়ে এক কিলোমিটার প্রবাহিত হয় ঝড় টি । পাশেই থাকা রামকৃষ্ণ মিশনের মহারাজ  এই ঘটনা স্বচক্ষে প্রত্যক্ষ করেন ।  তিনি বলেন মাঠে যে সমস্ত চাষিরা কাজ করছিলেন তারা ভয় বাড়ি ফিরে আসে । ছোটাছুটি করতে লেগে যায়   ।  গ্রামের কিছু যুবক ছেলে এই দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করতে থাকে তবে গ্রামবাসী খুবই আতঙ্কের মধ্যে ছিল I তিনি আরো জানান ঝড়ের প্রভাবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি এলাকায় I 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।